চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
নিজস্ব প্রতিবেদক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন। তবে রাজধানীসহ দেশের কোথাও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে গণপরিবহনসহ সব ধরণের যানবাহন চলছে। রাজধানী থেকে দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে।
এদিকে, সকাল-সন্ধ্যার এ হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও সতর্কতামূলক অবস্থায় টহল দিচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/এফটি