চলছে তৃতীয় দিনের উদ্ধার কাজ

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

uddhar kajভোলার মনপুরায় মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ যাত্রীর সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার কাজ। কোস্টগার্ড ও পুলিশের পাশাপাশি স্থানীয় জেলেদের সঙ্গে সন্ধানে নেমেছেন নিখোঁজদের পরিবারের সদস্যরাও।
নিখোঁজদের স্বজনরা জানান, দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও পুলিশ ও কোস্টগার্ড তাদের স্বজনদের খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। তাই তারা নিজেরাই স্বজনদের সন্ধানে ট্রলার নিয়ে নেমে পড়েছেন।

তারা বলেন, যদি স্বজনদের মৃত্যু হয় তবে মৃতদেহটা নিয়ে পরিবারিক কবরস্থানে দাফন করব। সরকারের সহযোগিতা দরকার নেই, লাশটা চাই।

মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এ অভিযান বিকেল পর্যন্ত চলবে। তারপর সমাপ্তি ঘোষণা করা হবে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট খালিদ হাসান জানান, দুর্ঘটনাস্থলের চারপাশের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজদের সন্ধান চালাচ্ছে।

প্রসঙ্গত, ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৬০ যাত্রী নিয়ে মনপুরা উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৭ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন। আর জীবিত উদ্ধার হয়েছেন ৪৭ জন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G