চলছে শেষ মুহূর্তের প্রচারণা

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

FBICCIব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটারদের মন জয় করতে শেষবারের মতো নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

ভোটারদের কাছ থেকে ভোট আদায় করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অনেক প্রার্থী সমর্থন আদায়ে সরকারের শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

রাজধানীর তারকা হোটেল-ক্লাবগুলোতে এখন উৎসবের আমেজ। নির্বাচনী আচরণবিধি মেনেই হোটেলে বিভিন্ন পার্টির নামে চালানো হচ্ছে প্রচার। কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীরা সমর্থন পেতে নানা ধরনের উপহার নিয়েও হাজির হচ্ছেন ভোটারদের কাছে।

এফবিসিসিআইয়ের এবারের নির্বাচনে ভোটারদের মাঝেও ব্যাপক সচেতনতা লক্ষ করা যাচ্ছে। যোগ্যতা বিচারে ভোট দেবেন তারা। অনেক ভোটারই পরিবর্তন ও নতুনদের নির্বাচিত করার ব্যাপারে মতামত দিচ্ছেন। যাদের সহজে পাওয়া যায় এবং সমস্যার কথা বলা যায়, তাদেরকেই নির্বাচিত করতে চান।

উল্লেখ্য, এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২ পদে সরাসরি নির্বাচন হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।

তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ মে সভাপতিসহ একজন সিনিয়র সহসভাপতি ও একজন সহসভাপতি পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G