চলবে ‘সুবহানাল্লাহ’ বাস; আপত্তি কিছু খিস্টানদের
যুক্তরাজ্য প্রতিনিধি:
যুক্তরাজ্যে অবস্থানকারী মুসলিমরা পবিত্র মাহে রমজানে সিরিয়া যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য ভিন্নরকম এক প্রচারাণা চালিয়ে যাবেন। ‘সুবহানাল্লাহ’ সহ(সকল প্রশংসা আল্লাহর) আরও অনেক আরবী শব্দ লেখা পোস্টার শহরের বড় বড় বাসগুলোতে লাগিয়ে দেবেন। আর বাসের ভেতরে থাকবে সিরিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্থদের জন্য একটি ‘দানবাক্স’।
এই কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা ‘দ্য ইনডিপেনডেন্ট’ আশা প্রকাশ করছেন, অভিনব এই প্রচারণার মাধ্যমে রমজান মাসে তারা মুসলিম ধর্মাবলম্বীদের কাছ থেকে মোটা অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারবেন। রমজান মাসজুড়ে ১০ কোটি পাউন্ড সংগ্রহ করা যাবে বলেও তাদের বিশ্বাস।
তাঁদের এই উদ্যোগের ফলে সিরিয়া যুদ্ধে ভয়াবহভাবে মানবিক বিপর্যয়ের শিকার লাখ লাখ মানুষ ইতিবাচক ফল পাবে। শুধু তাই নয়, এটি ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের যুবকদের চরমপন্থীদের সঙ্গে যোগ দেওয়া থেকেও বিরত রাখবে।
যুক্তরাজ্যে এই তহবিল সংগ্রাহক কর্মকাণ্ডের পরিচালক ইমরান মাদেন বলেন, ‘এটি একটি দাতব্য কাজ। আবার এক অর্থে আপনি একে পরিবেশ পরিবর্তনের প্রচারণা হিসেবেও উল্লেখ করতে পারেন। কারণ আমরা চাইছি এই দেশে মুসলিম সম্প্রদায় সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা বদলাতে।’
গোটা রমজান মাসে লন্ডনের রাস্তা দাপিয়ে বেড়াবে ‘সুবহানাল্লাহ’ পোস্টার লাগানো বাস। শুধু লন্ডন নয়, যুক্তরাজ্যের বার্মিংহাম, ম্যানচেস্টার, লেইসেস্টার ও ব্রাডফোর্ড শহরগুলোতেও এ ধরনের বাসের দেখা মিলবে বলে আশা প্রকাশ করেন ইমরান মাদেন।
তহবিল সংগ্রাহক কর্মকাণ্ডের পরিচালক মাদেন জানান, এই মাসেই মুসলিম ধর্মাবলম্বীরা তাদের আয়ের আড়াই ভাগ জাকাত হিসেবে গরিব-দুঃখীদের জন্য দান করে থাকেন। আর ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে জাকাত। আর তাই এই উদ্যোগ সিরিয়া যুদ্ধের কারণে ভয়াবহভাবে মানবিক বিপর্যয়ের শিকার লাখ লাখ মানুষ ইতিবাচক প্রচারণার সুফল পাবে।
কিন্তু এই প্রচারণার বিপক্ষেও দাঁড়িয়েছেন কিছু মানুষ। একটি খ্রিস্টান দল অভিযোগ করে বলে কীভাবে মুসলমানদের এতবড় একটি উদ্যোগের অনুমোদন দেওয়া হলো যেখানে ধর্মভিত্তিক প্রচারণা চালানোর দায়ে বড়দিনের সময়ে চার্চ অব ইংল্যান্ডের বানানো একটি এক মিনিটের চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে।
অবশ্য এই কথার বিপক্ষেও মত দিয়েছেন অনেকে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সিরিয়ার আর্ত মানুষদের সাহায্যার্থে মুসলিম তরুণদের উদ্যোগকে ভালো চোখেই দেখছেন।
=========