চলমান আন্দোলন থেকে বিএনপি পিছু হটবে না: আনোয়ার

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

anowarনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘এ মুহূর্তে চলমান আন্দোলন থেকে বিএনপির ফিরে আসা সম্ভব নয়।’

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ এবং তার মনোবল দৃঢ় আছে বলে জানান দলের এ জ্যেষ্ঠ নেতা।

শুক্রবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের বক্তব্যের প্রসঙ্গ টেনে এম কে আনোয়ার বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে তাদের এ ধরনের মন্তব্য করা দুঃখজনক। তারা রাজনীতিকদের ভাষায় কথা বলছেন। রাজনীতি করার ইচ্ছা থাকলে পোশাক খুলে জনগণের কাতারে এসে রাজনীতি করা উচিত।’

আগামী ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে দলের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ রকম অবস্থায় কর্মসূচিও কার্যত অবরুদ্ধ।’ দিনটি উপলক্ষে নেওয়া পদক্ষেপ সম্পর্কে দু-এক দিনের মধ্যেই জানানো হবে।

এর আগে গত রোববার স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং লে. জে. (অব.) মাহবুবুর রহমান দেখা করেন।

টানা দুই সপ্তাহ তিনি কার্যালয়ে থেকে অবরোধ পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে নেতাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঠিক দুদিন আগে ৩ জানুয়ারি রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপি প্রধান। সেই থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/কালাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G