চলমান পরিস্থিতির উত্তরণ চায় বিশ্বব্যাংক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

anet_234385443অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে চলমান পরিস্থিতি উন্নয়ন জরুরি বলে মনে করে বিশ্বব্যাংক।

সংস্থাটির সফররত এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন বলেন, প্রবদ্ধির স্বার্থে ও অর্থনৈতিক উন্নয়নে চলমান পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। ব্যবসার পরিবেশ নিশ্চত করতে সরকারকে পরামর্শ দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যানেট ডিক্সন বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে হলে দ্রুতই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সঙ্গে দিতে হবে বেসরকারিখাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও।

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G