চলে গেলেন ই-মেইলের উদ্ভাবক

প্রকাশঃ মার্চ ৭, ২০১৬ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rayইলেকট্রনিক মেইল বা ই-মেইল সিস্টেম ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ই-মেইলই প্রধান মাধ্যম। এই ই-মেইল সিস্টেমের উদ্ভাবক রে টমলিনসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।

টমলিনসন ১৯৭১ সালে সর্বপ্রথম ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমের ধারণা নিয়ে আসেন যা দিয়ে কম্পিউটারের একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে বার্তা পাঠানো সম্ভব হয়। আর সব ধরনের ইমেইলে ডোমেইন ঠিকানার আগে যে (@) প্রতীক ব্যবহার করা হচ্ছে তার প্রচলনও তিনিই শুরু করেন।

বোস্টনের গবেষণা প্রতিষ্ঠান বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যানে প্রকৌশলী হিসেবে কাজ করার সময় টমলিনসন তার প্রথম ই-মেইলটি পাঠান। বোস্টনের ঐ প্রতিষ্ঠানটি পরে ‘অর্পানেট’ নাম নেয়। ইন্টারনেটের প্রাথমিক সংস্করণের অনেক গবেষণা ঐ প্রতিষ্ঠান থেকে হয়েছিল। তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ইন্টারনেটের হল অব ফেমে টমলিনসনের নাম অন্তর্ভুক্ত হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G