চলে গেলেন কার্টুনিস্ট আর কে লক্ষণ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

rk lakhonভারতের প্রথিতযশা কার্টুনিস্ট আর কে লক্ষণ আর নেই। সোমবার পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতাল থেকে চিরবিদায় নিলেন ভারতের এই কিংবদন্তি কার্টুনিস্ট।

মূত্রনালিতে সংক্রমিত হয়ে ১৭ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন লক্ষণ। গত সপ্তাহে লক্ষণের দুটি কিডনিই বিকল হয়ে পড়ে।

চারটি ডায়ালাইসিস দিয়ে লক্ষণকে বাঁচানোর চেষ্টা করছিলেন চিকিৎসকরা। প্রথম দিকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছিল।

কিন্তু শনিবার হঠাৎ শরীরের অবস্থা অবনতি হলে ফের চিকিৎসা শুরু করেন চিকিৎকরা। কিন্তু লক্ষণের শরীর আর ডায়ালাইসিস নিতে পারেনি। সোমবার দুপুরে ৯৪ বছরের লক্ষণ ইহজীবনের লক্ষণরেখা পেরিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।

লক্ষণের হাত ধরেই কার্টুন চরিত্র ‘দ্য কমন ম্যান’-এর জন্ম, যা বিগত ৫০ বছর ধরে ভারতের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেছে।

আর কে লক্ষণ ২০০৫ সালে পদ্মবিভূষণ সম্মান পান। তিনি প্রয়াত সাহিত্যিক আর কে নারায়ণের ভাই।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G