চল পাল্টাই
প্রতিক্ষণ ডেস্ক
দেশের মানুষ এখন আর পুরাতন ধ্যান-ধারণা নিয়ে বেঁচে থাকার কথা ভাবে না। আর তরুনরা তো কখনওই না। তাই দেশের তরুন সমাজ চায় দেশ পাল্টে যাক। পাল্টে যাক পুরাতন সিস্টেম। আর এমন পাল্টে যাওয়ার স্বপ্ন দেখা এক তরুনের নাম অভিজিৎ বিশ্বাস জয়। তিনি তার ফেসবুক ওয়ালে দেশকে পাল্টে ফেলার জন্য ধারাবাহিক ভাবে লিখে যাচ্ছেন। দেশকে বদলে দেয়ার লক্ষ্যে তার দেয়া একটি স্ট্যাটাস হুবুহু তুলে দেয়া হল।
চলো পাল্টাই
১। পাবলিক প্লেসগুলোতে যেমন সোহরাওয়ার্দি উদ্যান, টিএসসি ইত্যাদি জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো যেতে পারে (অবশ্যই সরকারি উদ্যোগে)। এর ফলে ঐসব জায়গায় কোন অঘটন ঘটবে না।
২। ক্লাস ফাঁকি দিয়ে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এতে করে অনেক স্বনামধন্য স্কুল কিংবা কলেজের নাম ক্ষুন্ন হয়। তাই এদের দেখা মাত্রই প্রথমে এদের ভয় দেখানো দরকার (স্কুল কিংবা কলেজে জানিয়ে দেয়া হবে)। যদি এতেও কাজ না হয় তাহলে সংশ্লিষ্ট স্কুল কিংবা কলেজে জানিয়ে দিতে হবে।
৩। হাসপাতাল কিংবা স্কুল কলেজের আশেপাশে যাতে কোন বাসস্ট্যান্ড/ট্যাম্পোস্ট্যান্ড না তৈরি হতে পারে সেদিকে খেয়াল রাখা উচিত্। সম্ভবত ভিকারুন্নেসা/হলিক্রসের সামনে টেম্পোস্ট্যান্ড আছে। স্কুল কতৃপক্ষ যদি তদবির করে তাহলে এটাও উচ্ছেদ করা সম্ভব।
প্রতিক্ষণ/এডি/এনজে