চশমা জানাবে মনের কথা!

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

glassএকজনের মনের কথা আরেকজন জানার জন্য কতই চেষ্ঠা চলে কিন্তু তাপরও জানা যায়না কাঙ্খিত মনের ভাষা । যদি এমন একটি যন্ত্র পাওয়া যেত যে বলে দিবে পাশের জনের অজানা মনের কথা তাহলে কেমন হতো? হ্যাঁ, চশমা চোখে থাকলে জানা যাবে অন্যের মনের কথা।

সাম্প্রতিক এমনই এক চশমা তৈরি করেছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। এই চশমা পরিহিতরা দৃষ্টির সীমায় অন্যদের মনের অনুভূতি জানতে পারবেন।

এই চশমায় ‘ইমোশন ডিটেকশন ফিডব্যাক সিস্টেম ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফট ২০১২ সালে এই চশমার কাজে হাত দেয়।
প্রতিষ্ঠানটি জানায়, চশমা পরিহিতরা দৃষ্টির সীমায় আশে পাশের মানুষের মনের অনুভূতি জানতে পারবে। এটি একক ও দলগত ভাবেও অনুভূতি জানাতে কাজ করবে। এই কাজ হবে সবার অগোচরে।

চশমাটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চশমার নোজ প্যাডে রয়েছে মাইক্রোফোন। এগুলো সাবজেক্ট থেকে অডিও ও ভিজুয়াল সংগ্রহ করবে। এরপর সাবজেক্টের মুখমন্ডল, কথা বলার ভঙ্গীমা, অঙ্গভঙ্গী এবং চোখের পাতা পর্যবেক্ষণ করে মাইক্রোসফটের ডাটাবেজে পাঠাবে। এরপর ইমোশন ডিটারমিনেশনের সাহায্য চশমা জানাবে কার মনের অবস্থা কি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G