চাঁদপুরে রসু খাঁর মৃত্যুদন্ডের আদেশ

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

338বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার হিসেবে পরিচিত রসু খাঁকে টঙ্গীর গার্মেন্টস কর্মী শাহিদা হত্যা মামলায় মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

বুধবার চাঁদপুরের সহকারী জজ অরুনাথ চক্রবর্তী এ রায় দেন।

রসু খাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১১ টি মামলার মধ্যে একটি মামলায় এ রায় দিল আদালত।

একে একে ১১ জন নারীকে হত্যার পর রসু খাঁ বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে বন্দি আছে ।

চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ প্রেমে ব্যর্থ হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয়। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে মসজিদের মাইক চুরির মামলায় ধরা পড়ার পর তার রোমহর্ষক হত্যাকান্ডের খবর বেরিয়ে আসে।

১১ জন নারীকে হত্যার কথা নিজের মুখেই স্বীকার করে সে । টার্গেট ছিল ১০১ টি হত্যাকান্ড ঘটানোর। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পরার পর তার সেই আশায় গুড়েবালি হয়। রসু যাদের হত্যা করেছে তাদের প্রায় সব নারীই ছিল গার্মেন্টস কর্মী।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G