চাঁদপুরে পেট্রোলবোমা হামলায় মামলা

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chadpur_0চাঁদপুরে পেট্রোলবোমা হামলার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩২ জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, নিহত জাহাঙ্গীরের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। জাহাঙ্গীর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের সুরত আলীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই অভিযান চালিয়ে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় বুধবার রাত ১২ টায় পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান চালক জাহাঙ্গীর হোসেন। গুরুতর আহত হন তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G