চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1424602870গাজীপুরের টঙ্গী থানার মরকুন এলাকায় চাঁদাবাজির অভিযোগে পুলিশের দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন-  টঙ্গী থানার এএসআই সালাউদ্দিন ও এএসআই সফিউল আলম।

বুধবার রাতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ)  দুপুরে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১২টার দিকে স্থানীয় মরকুন এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়িতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য সফিউল আলম এবং সালাহউদ্দিন সাদাপোশাকে গিয়ে চাঁদা দাবি করে।

এ সময় মাদক ব্যবসায়ীর সহযোগীরা তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত সফিউল ও সালাহউদ্দিনকে চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G