চাঁদার টাকায় জাতীয় দিবস পালিত !
বগুড়া প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসুচি পালনের দোহাই দিয়ে বগুড়া শাজাহানপুরের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হয়েছে।
উপজেলার মাঝিড়া বাজার ও মার্কেটের ব্যাবসায়ীরা অভিযোগ করেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রভাবশালী কয়েকজন মার্কেটের প্রতিটি দোকানে চাঁদা ধার্য্য করে। শাজাহানপুর উপজেলা প্রশাসনের নির্দেশে দোকানীদের থেকে জাতীয় দিবস পালন করার জন্য চাঁদা নেয়া হচ্ছে বলে দাবি করেন চাঁদা আদায়কারীরা।
দোকানী বাবু মিয়া ও শাহাদত জানান, তাদেও কাছ থেকে ২০, ৫০ টাকা করে চাঁদা নিয়েছে। উপজেলার বিভিন্ন ফার্মেসীর মালিকদেও অভিযোগ, দোকান ভেদে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে।
মাঝিড়া বাজার কমিটির সদস্য ও মুদী দোকানী বেলাল হোসেন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা থেকে বাজার কমিটির নিকট টাকা চাওয়া হয়েছিল তাই দোকানীদের থেকে চাঁদা আদায় করে টাকা দেয়া হয়েছে।
পরিসংখ্যান মতে, শুধু শাজাহানপুর সদরের মাঝিড়া বন্দর ও দুবলাগাড়ীতে দোকান রয়েছে প্রায় দুই হাজারেরও বেশী। সেক্ষেত্রে গড়ে প্রতি দোকান থেকে ৫০ টাকা চাঁদা আদায় করা হলে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হয়েছে। জাতীয় দিবসেও এধরনের চাঁদা আদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যাবসায়ীরা।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য রাষ্ট্রীয় ভাবে ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও তা সময়মত পাওয়া যায়নি। তাই বলে উপজেলা প্রশাসন থেকে কোন প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি করা হয়নি। তবে কোন প্রতিষ্ঠান যদি স্ব-ইচ্ছায় জাতীয় দিবস পালনে টাকা দিতে চায় সে ব্যাপারে বাজার কমিটিকে বলা হয়েছিল।
তবে ভুক্তভোগীদেও মতে, চাঁদার টাকা দিয়ে যদি জাতীয় দিবস পালিত হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দকৃত অর্র্থ কোনখাতে ব্যয় দেখানো হবে ।