চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত ১

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

images

 

 

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মতিউর রহমান (২২) নামে এক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শুক্রবার আনুমানিক ভোর পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে একজন নাশকতাকারী রাস্তায় যানবাহনের উপরে পেট্রোল বোমা ছোড়ার উদ্যোগ নিলে র‌্যাব সেখানে অভিযান চালায়। মতিউর নাশকতার অভিযোগে অভিযুক্ত। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, ককটেল ও বোমা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, মতিউর ওই এলাকায় হাতবোমা বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের পিছনে মূল হোতা হিসেবে কাজ করতেন।

জানা গেছে, ঘটনার সময় আরো বেশ কয়েকজন পিকেটার উপস্থিত ছিলেন। র‌্যাব অভিযান চালালে তারা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে র‌্যাব দুইটি পিস্তল, দুইটি এলজি, দুইটি শ্যুটার গান, পাঁচ রাউন্ড গুলি, ১৭টি ককটেল, ১০টি পেট্রোল বোমা ও পাঁচিটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার  করেছে।

এদিকে কানসাটের একটি সূত্র জানায়, মতিউর বিএনপি’র একজন কর্মী ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G