চারটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৭ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

রাজধানীতে এপিবিএন-৫ এর অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

রবিবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান‘অনুমতি ছাড়া অবৈধভাবে বিজ্ঞাপন লেখায় বনানীতে গোল্ড মার্ক বিস্কুট কোম্পানীর ব্যবস্থাপক মোঃ মনির, গুলশানে বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপক জহুরুল, তেজগাঁও এ স্বপ্ন হেড অফিস এর ব্যবস্থাপক মোঃ আব্দুর করিম এবং গোল্ডেন হারভেষ্ট এর ব্যবস্থাপক মোঃ একে এম কাওছারসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলেও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G