চারতলা থেকে পড়ে বিমানবালার মৃত্যু
পাশ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতায় ২২ বছর বয়সী ইনডিগো এয়ারলাইন্সের বিমানবালা তার নিজ ফ্লেটের চার তলা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয় কলকাতা পুলিশ।
জানা যায়, ক্লারা খনশিট নামে শিলংয়ের সেই মেয়ে তার ফ্লাটের জানালা দিয়ে পড়ে যান। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে তিনি নিচে পড়ে যান।
বুধবার সকালে ভবনটির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাতে জানা যায়, ক্লারা মঙ্গলবার রাতে নিজের ফ্লাটে তার এক বন্ধুর জন্মদিন উদযাপন করছিলেন। এ সময় সাথে তার দুই বন্ধুও ছিল।
এক পুলিশ কর্মকর্তা জানায়, এটা কি দুর্ঘটনা না আত্মহত্যা সেটা নিয়ে তদন্ত চলছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছি।
কলকাতা পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। ক্লারা যে বিমান সংস্থায় কাজ করতো তার কয়েকজন কর্মকর্তাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
পুলিশ জানায়, লাশের ময়নাতদন্ত চলছে। তার পরই জানা যাবে ক্লারা আত্মহত্যা করেছে, নাকি সেটা দুর্ঘটনা বা এতে কেউ জড়িত আছে কিনা।
প্রতিক্ষণ/এডি/শাআ