চার কোম্পানি স্পট মার্কেটে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন আজ থেকে স্পট মার্কেটে শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইপিডিসি, আইডিএলসি এবং এস আলম কোল্ট রোল্ড স্টিলস লিমিটেড।
জানা গেছে, লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত কোম্পানি চারটির শেয়ার লেনদেন স্পট মার্কেটের ব্লক/অডলটে হবে। স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ৯ মার্চ, সোমবার কোম্পানি চারটির শেয়ার লেনদেন দেশের উভয় শেয়ারবাজারে বন্ধ থাকবে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রাইম ফাইন্যান্স ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, আইপিডিসি ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং এস আলম সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
প্রতিক্ষণ/এডি/হাসান