চালক অসুস্থ, পথ চিনে হাসপাতালে এলো গাড়ি

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

tesla

রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চালক। এরপর সেই চালককে নিজে নিজে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে গাড়িটি।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

ঐ ব্যক্তির নাম যশুয়া নিলী (৩৭)। তিনি বাসা থেকে বের হয়ে তার টেসলা এক্স মডেলের গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন। হঠাৎ তিনি পেট ও বুকে অসহ্য ব্যথা অনুভব করেন। তখন তিনি অ্যাম্বুলেন্স না ডেকে তার গাড়িটিকে ‘স্বচালিত মোডে’ দেন। এরপর গাড়িটি পথ চিনে সোজা হাসপাতালের জরুরিবিভাগে চলে যায়। এর ফলে প্রাণে বেঁচে যান তিনি।

যশুয়া বলেন, তার গাড়িটি নিজে নিজে প্রায় ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। অন্য সব গাড়ি চিনে সেগুলোকে পথ দিয়েছে। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করেছে। এরপর হাসপাতাল খুঁজে বের করেছে। কোথাও কোনো সমস্যায় পড়তে হয়নি।

neallylaw

চিকিসকেরা বলেছেন, যশুয়ার ফুসফুসের ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়েছিল। তিনি ভাগ্যবান যে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পেরেছিলেন। নতুবা তার প্রাণহানির আশঙ্কা ছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে টেসলা মডেলের গাড়িগুলোকে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। গত মে মাসে এ মডেলের একটি গাড়ি স্বচালিতভাবে চলতে গিয়ে ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটায়। এতে গাড়ির চালক মারা যান। গত জুলাইয়ে একই মডেলের আরেকটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়। তবে এতে কেউ হতাহত হননি।

যশুয়া নিলী বলেন, তিনি গাড়ির ‘স্বচালিত পদ্ধতি’ কাজে লাগাতে পেরে খুশি। এটি তার জীবন বাঁচিয়েছে। এটা তার জন্য অন্যরকম অভিজ্ঞতা।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G