চালক রক্ষা করলেন ৩০ যাত্রীর প্রাণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

help_1_104801254ঝালকাঠির রাজাপুরে পেট্রোল বোমার আগুন থেকে কৌশলে ৩০ যাত্রীর প্রাণ বাঁচালেন বাসের চালক। এ সময় পেট্রোল বোমা হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

এদিকে এ ঘটনার পর ওই চালককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জানানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে রাজাপুরের বলাইবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী  জানান, ঈগল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলার চেষ্টা করেন উপজেলা শিবিরের সভাপতি তাজ উদ্দিনসহ চারজন। এ সময় বাসের চালক কৌশলে তাদের ধাক্কা দিলে তারা পড়ে গিয়ে আহত হন। বোমা হামলাকারীদের আটক করতে সহযোগিতা এবং যাত্রীদের অক্ষত রাখার জন্য চালককে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উপজেলা শিবিরের সভাপতি তাজ উদ্দিনকে আটক করা হয়েছে। পরে তাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাজ উদ্দিনের দেওয়া তথ্যানুযায়ী আরো তিনজনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আফম আনোয়ার হোসেন, রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি ও ভাণ্ডারিয়ার দমকল বাহিনীর দুটি ইউনিট যাত্রীদের মালপত্র উদ্ধার করেছেন। এছাড়া যাত্রীদের রাজাপুর ডাক বাংলোতে আশ্রয়ের নির্দেশ দেন জেলা প্রশাসক।

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G