চালু হয়েছে লেনদেন

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

dse chaluসকাল থেকে বন্ধ থাকার পর ১২ টা ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চালু হয়। আর এ লেনদেন চলবে বিকেল সোয়া ৪ টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কারিগরি ত্রুটির কারণে আজও সকাল থেকেই লেনদেন বন্ধ ছিল। এ সমস্যার কারণে সোমবার যথা সময়ে লেনদেন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও ১২টা পর্যন্ত লেনদেন চালু হয়নি লেনদেন। তবে ১২টা ১৫ মিনিটের মধ্যেই লেনদেন চালু হয় বলে জানিয়েছে ডিএসই। আর এ লেনদেন বিকেল ৪টা ১৫মিনিট পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গতকাল রোববার টেকনিক্যালগত সমস্যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছে। ওইদিনের টেকনিক্যাল ইস্যুর কারণে স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়েছে। লেনদেনের এই ত্রুটি বিচ্যুতির জন্য বাজারের সঙ্গে জড়িত সকল ট্রেডহোল্ডারদের সমস্যা তৈরি হয়েছে। যার কারণে দু:খ প্রকাশ করেছিল ডিএসই।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G