চা বিস্কুটের গিনেজ রেকর্ড
প্রতিক্ষণ ডেস্ক:
ব্রিটিশ নাগরিক সিমন বেরি নামের। ১২তম ‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ডে’ উপলক্ষ্যে চা-বিস্কুটের প্রতি তার ভালবাসার প্রমাণ দেখাতে লাফ দিয়েছেন ৭৩ মিটার উঁচু থেকে।
ওপর থেকে ঝাঁপ দেওয়ার সময় সিমনের হাতে ছিল একটি চকোলেট বিস্কুট। নিচে এসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে এক কামড় দিতে দিতেই শরীরে বাঁধা দড়ি তাকে নিয়ে উঠে যায় উপরে।
বার্কশায়ারে অভাবনীয় এ কাজ করে পাকাপাকিভাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ফেললেন সিমন।
এর আগে ২০১৩ সালে ৬০ মিটার উঁচু থেকে বাঞ্জি জাম্প করে বিশ্ব রেকর্ড করেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক রন জোনস।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস