চিকিৎসকের কারাদন্ড

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

jelকম্বোডিয়ান এক সনদবিহীন চিকিৎসককে শতাধিক লোকের দেহে মরণঘাতী এইডস ছড়িয়ে দেয়ার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত।

ফোনম পেনহ পোস্ট পত্রিকার  বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাত্তামবাং প্রদেশে চিকিৎসা নিতে আসা রোগীদের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) ছড়ানোর অভিযোগে ইয়েম চোরিউমকে কারাদ- দেওয়া হয়েছে। জীবাণুযুক্ত পুরনো সূঁচ ব্যবহার করে তিনি রোগীদের শরীরে এইচআইভি ছড়িয়ে দেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখনও ৪ হাজারের মতো অবৈধ চিকিৎসক চিকিৎসা করে যাচ্ছেন। ২০১৪ সালের ডিসেম্বরে নিজ দেহে এইচআইভির উপস্থিতি লক্ষ্য করে রোকার গ্রামের অনেক বাসিন্দা চোরিউমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইচ্ছাকৃতভাবে রোগীদের দেহে এইচআইভি ছড়িয়ে দেওয়া ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G