চিকিৎসা পেতে মোবাইল অ্যাপ
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
বাংলাদেশের মানুষ যাতে দুর্ঘটনা বা অন্য বিপদের সময় মোবাইল ফোন ব্যবহার করে দ্রুত এবং সহজে জরুরি চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্য একটি অ্যাপ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক। ‘ক্রিটিকালিংক’ নামের এই অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডাক্তার জেনিফার ফ্যারেল হচ্ছেন ক্রিটিকালিংকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। তার উদ্ভাবিত অ্যাপটিই হচ্ছে পৃথিবীর প্রথম মোবাইল অ্যাপ যেটি জরুরি চিকিৎসার ব্যবস্থা নিতে সাহায্য করে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অনেক দেশের তুলনায় বেশি। পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়, তার ৮০ গুণ মারা যায় বাংলাদেশে। আর সড়ক দুর্ঘটনায় যারা গুরুতর আহত হন তাদের ৮২ শতাংশই মারা যান ঘটনাস্থলের বা তার কাছাকাছি উপযুক্ত চিকিৎসা সেবা না পাওয়ার কারণে।
এ ছাড়া দেশে এখনও এমন কোনও সার্বজনীন জরুরি ফোন নম্বর নেই যাতে ফোন করে জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া যায় বা অ্যাম্বুলেন্স ডাকা যায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে যত সড়ক দুর্ঘটনা ঘটে তার মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সুবিধা পান দুর্ঘটনার শিকাররা।
অ্যাপ ব্যবহারের পদ্ধতিটিও বেশ সহজ। এই অ্যাপ ব্যবহার করে একটি কলসেন্টারে ফোন করা বা এসএমএস করে দুর্ঘটনার খবর বা ছবি দেওয়া যাবে। সেই কলসেন্টার থেকে একজন অপারেটর দুর্ঘটনাস্থলের কাছাকাছি যে স্বাস্থ্যকর্মী বা জরুরি সেবাদানকারী কর্মীরা আছেন তাদের জানাবেন।
সেই কর্মীরা অতি দ্রুত জেনে যাবেন যে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, এবং হয়তো দুর্ঘটনাস্থলের ছবিও পেয়ে যাবেন।
জেনিফার ফ্যারেল শুধু যে অ্যাপটি তৈরি করছেন তা নয়, এই সেবাপ্রদানকারীদের দলও গড়ে তুলছেন। তিনি এ পর্যন্ত তিন হাজার নারী ও পুরুষকে ট্রেনিং দিয়েছেন যাদের বয়স গড়ে ২১ বা ২২ বছর। এদের মধ্যে ৫০০ জন হচ্ছেন অবৈতনিক স্বেচ্ছাসেবী। প্রকল্পটি এখনও পাইলট স্তরে রয়েছে।
ফ্যারেল আশা করছেন, ২০১৫ সালের শেষের এই সেবা বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে দেওয়া যাবে।
সূত্র: বিবিসি।
প্রতিক্ষণ/এডি/রবি