চিকিৎসা শেষে ফের কারাগারে মান্না

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

39036_bচিকিৎসা শেষে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা পৌনে ১টায় চিকিৎসা শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১০ মার্চ) রাতে মান্না বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয় ডিবি পুলিশ।

মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস  এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী  বলেন, মাহমুদুর রহমান মান্নাকে ঢামেক থেকে কারাগারে নিয়ে আসা হয়েছে।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মান্নার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) তার ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G