চিকেন উইং খাওয়ার প্রতিযোগিতা
প্রতিক্ষণ ডেস্ক:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উইং বোউল ২৫’ শিরোনামে চিকেন উইং খাওয়ার একটি প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০৯ পিস চিকেন উইং খেয়ে প্রথম হয়েছেন ৫০ বছর বয়সী বব সাউডেট। প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে তিনি জিতেছেন মেডেল, নগদ ১০ হাজার ডলার ও একটি গাড়ি।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস