চিঠি পাঠাতে খরচ ১৭ হাজার ডলার

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৩ অপরাহ্ণ

mars_2445397bমঙ্গলে গ্রহে একটি চিঠি পাঠাতে  খরচ পড়বে ১৭ হাজার ডলার এমন হিসাবই দিয়েছে ব্রিটিশ ডাক বিভাগ।

পাঁচ বছর বয়সী এক শিশুর কাছ থেকে অস্বাভাবিক এই প্রশ্নটি আসার পর পোস্টাল সার্ভিস বলেছে- অলিভার গিডিংস এই প্রশ্নটি করেছিলো। সে নিজে বড়ো হয়ে একজন নভোচারী হতে চায়।
ডাক বিভাগের কাছে এই শিশুটির প্রশ্ন ছিলো- আমি যদি মঙ্গল গ্রহে একটি চিঠি পাঠাতে চাই তাহলে তার জন্যে কতো খরচ পড়বে?

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতা নিয়ে এই হিসেবটি তৈরি করেছে রয়্যাল মেইল। ডাক বিভাগ বলছে, লাল ওই গ্রহটিতে স্বাভাবিক ওজনের একটি চিঠি পাঠাতে খরচ হবে প্রায় সতেরো হাজার ডলার।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G