প্রতিক্ষণ ডেস্কঃ
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের শ্বশুর আলী রেজা রাজু মারা গেছেন। তিনি যশোর ৩ আসনের সাবেক এমপি ছিলেন। দীর্ঘদিন ধরেই আমার শ্বশুর কিডনি সমসস্যায় ভুগছিলেন।
আলী রেজা আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন অভিনেতা ফেরদৌস।
কিডনির সমস্যা দেখা দেবার পর প্রায় দুই মাস ধরে সেটি আরও ভয়াবহরূপ ধারণ করে। এরপর তাকে মেডিকেলে ভর্তি করানো হয়।
এদিকে কাল সকাল ১১টায় সংসদ ভবনের এমপি হোস্টেলে আলী রেজার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে যশোরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাবেক এ সংসদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিক্ষণ/এডি/আরএম