নিহাল আরেফিন
হালের চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন নায়ক সূর্য রাজ। ছোট বেলা থেকেই মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেখতেন। চার বছর বয়সে দাদুর হাত ধরে প্রথম নাচের ক্লাসে ভর্তি হওয়া। তারপর নৃত্যের চলে তালিম বিভিন্ন ওস্তাদের কাছে। নৃত্যের মাধ্যমে অসংখ্য পুরষ্কার আসে `সূর্যের’ ঝাঁপিতে। নৃত্যের সাথে ছয় বছর বয়স থেকে শুরু হয় মঞ্চ অভিনয় করা। এভাবেই নাচ ও অভিনয় নিয়ে এগিয়ে চলতে থাকে সূর্য রাজ।
একদিন পাবলিক লাইব্রেরিতে নাচের শো করছিল সূর্য। নাচ শেষ করে ব্যাক ষ্টেজ এ যেতেই পেছন থেকে ডাক পড়ল জনপ্রিয় পরিচালক আবুল কালাম আজাদের। সূর্যকে ডেকে বললেন, ‘তুমি খুব ভাল নাচো। তুমি কি আমার আগামী ছবিতে অভিনয় করবে।’
সূর্যের জীবনে যেনো মেঘ না চাইতেই জল চলে আসলো। সূর্য কোন কিছু চিন্তা না করেই বলল হ্যা করব।
একদিন তাকে পরিচালক আজাদ এটিএন বাংলার প্রযোজনা সংস্থা “মাল্টিমিডিয়া” এর অফিসে ডেকে পাঠালেন। তারপর তার সাথে এটিএন বাংলার কর্ণধার ডক্টর মাহফুজুরর রাহমান ও পরিচালক আবুল কালাম আজাদের উপস্থিতিতে করা হয় “অনেক সাধনার পরে” ছবির চুক্তি। তারপর শুরু হয় ছবির শুটিং । গত বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেয়া হয়। প্রথম ছবিতেই দর্শকের নজর কেরে নেন নায়ক সূর্য রাজ। এরপর শুরু হয় একের পর এক চলচিত্রে চুক্তি। এ বছর ২৬ মার্চ সংক্ষিপ্ত আকারে কয়েকটি হলে মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচিলিত সরকারি অনুদানের ছবি “৭১ এর মা জননী”। ছবিতে তাকে নায়িকা নিপুন এর ছেলের ভুমিকায় অভিনয় করতে দেখা যায়।
ঈদের পরেই মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবি ‘চুপি চুপি প্রেম’। তাছারা বর্তমানে কাজ চলছে জেমস কাজল এর “ভুল দ্য রং’, এম এ সালাম এর “নুরজাহান”,হুসেইন মুহাম্মাদ এর “আশিকি”। এভাবেই এগিয়ে চলছে সূর্যের একের পর এক স্বপ্ন পূরন হওয়ার লক্ষ্য। নায়ক সূর্যের প্রিয় নায়ক সালমান শাহ্ ও প্রিয় নায়িকা শাবনূর। সূর্য মূলত শালমান শাহকে অনুকরন করে চলার চেষ্টা করেন। সূর্যের প্রিয় খাবার মায়ের হাতের পায়েস। প্রিয় রঙ সাদা। প্রিয় ব্যক্তি মা। অবসর সময় ফেইস বুকিং ও কাজিনদের সাথে আড্ডা দিয়ে কাটে। সাম্প্রতিক সময়ে চিত্রজগৎ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৪ সালের সেরা নায়ক হওয়ার খেতাব জিতে নেন। বর্তমানে তার কিছু ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর