চিত্রশিল্পীরা সমাজের জীবন্ত চিত্র ফুটিয়ে তোলে

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলো মানুষের হৃদয়কে নাড়া দেয়। চিত্রশিল্পীরা তুলির সাহায্যে সমাজের জীবন্ত চিত্র ফুটিয়ে তোলেন। তাদের আঁকা ছবি আর নাট্যশিল্পীদের প্রদর্শিত নাটক সমাজের চেহারা পালটে দিতে পারে।’

আজ শনিবার শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ নামের এক আর্ট ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি, সবুজ ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

অনুষ্ঠানে ৩০০ জন চিত্রশিল্পী ‘নিজস্ব দৃষ্টিতে সবুজ ঢাকা’র চিত্র ফুটিয়ে তুলছেন রঙ ও তুলির সাহায্যে ছবি এঁকে।

মেয়র বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে ডিএনসিসির বিভিন্ন জায়গায় শিল্পীরা শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন।’

আনিসুল হক বলেন, ‘ডিএনসিসি এসব শিল্পীর কাছে চিরঋণী হয়ে থাকবে। শিল্পকলার সঙ্গে যুব সমাজের যোগসূত্র স্থাপনের পাশাপাশি তাদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। আগামীতে তারা ‘জয়নুল আবেদিন’কে পুনরায় সামনে নিয়ে আসবে।’

তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এসব শিল্পী চিত্রকর্মের মাধ্যমে সমাজকে একটা বার্তা দিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা যে, আমাদের সিনিয়র শিল্পী থেকে আমাদের জুনিয়র শিল্পীরা এই চিত্রকর্ম অংকনে অংশগ্রহণ করেছেন। ১৯৫২ সাল থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে আমাদের চিত্রশিল্পীরা তাদের চিত্রকর্ম দিয়ে আন্দোলনকে জাগিয়ে তুলেছিলেন। সবুজ ঢাকা বিনির্মাণেও তারা একই রকমভাবে অবদান রাখবেন।’

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, তালকেশ ঘোষ, বীরেন সোম, কনক চাঁপা চাকমা, গুলশান আরা, তরুন ঘোষ, রোকেয়া সুলতানা ও নাসিম আহমেদ প্রমুখ।

এদিকে, আজ বিকেলে ডিএনসিসি এবং আলোকিত হৃদয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, বার্জার পেইন্টসের সহযোগিতায় রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ওয়াপদা মাঠের দেয়ালে ‘এ বাংলাদেশ অব দেয়ার ড্রিম’ প্রতিপাদ্যের আলোকে তরুণ শিক্ষার্থী চিত্রশিল্পীদের আঁকা ১৬টি চিত্রকর্ম প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতার মাধ্যমে এসব শিক্ষার্থী চিত্রশিল্পীদের নির্বাচিত করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G