‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’ এই লোকপ্রিয় গানের মতো অসংখ্য গান যিনি লিখেছেন; আজ আর তিনি আমাদের মাঝে নেই।
আজ বুধবার বাদ জোহর জানাজা শেষে কুটি মনসুরের দাফন সম্পন্ন হয়।
ঢাকার দোহারে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কুটি মনসুরকে।
উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণীশিল্পী।
বড় ছেলে খান মোহাম্মদ মজনু জানান, গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। এর পর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢামেকহাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লোকগানের জগতে অন্যতম পুরোধা কুটি মনসুর ১৯২৬ সালে ফরিদপুরের চরভদ্রাসন থানার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন।
সত্তর ও আশির দশকে বাংলাদেশের বাংলা গানের জগতে পরিচিত একটি নাম কুটি মনসুর। তিনি দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে পল্লীগীতি, আধুনিক, জারি, সারি, পালা গানসহ বিভিন্ন ধরনের প্রায় আট হাজার গান লিখেছেন বলে জানান ছেলে মোহাম্মদ মজনু।
এর মধ্যে ‘আইলাম আর গেলাম’, ‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’সহ বেশ কিছু গান-দারুণ জনপ্রিয় হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ