চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৩ মিনিট) চিলির ওভ্যালিতে ভূমিকম্পটি আঘাত হানে।
মাকির্ন ভূ-তাত্ত্বিত জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল ওভ্যালি থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
চিলির জরুরি সেবা এবং প্রতিরক্ষা কার্যালয় জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সর্তকতাও জারি করা হয়নি।
বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে চিলি অন্যতম। ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে ৫ শতাধিক লোক নিহত হয়। এছাড়াও দুই লক্ষ ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। সর্বশেষ গত সেপ্টেম্বরে ৮ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে।
প্রতিক্ষণ/এডি/এফটি