চীনের মানবসদৃশ রোবট ‘জিয়া জিয়া’

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৭ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Robot ziaকোন পুরুষকে দেখলে ‘ আপনি সুদর্শন’ বলে সম্বোধন কিংবা যদি জানতে চাওয়া হয় আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা উত্তরে ‘আমি একা থাকতে পছন্দ করি।’ নির্ধারিত মুখাভঙ্গি করে এই রকমেরই সরলভাবে কথোপকথনে পারদর্শী চীনের প্রথম মানবসদৃশ রোবট ‘জিয়া জিয়া’ ।

কালো চুলধারী চীনের ঐতিহ্যবাহী কাপড় পরিহিত এই নারী রোবটটিকে দেখলে মনে হবে একেবারেই বাস্তব। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘জিয়া জিয়া’ রোবটটি কাজ করতে পারবে রেস্টুরেন্ট, নার্সিং হোম, হাসপাতাল এমনকি বাসা-বাড়িতেও। আবহাওয়ার খবর দিতে সক্ষম এই রোবটটি।

চীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী গত বছর জিয়া জিয়া নামের মানব সদৃশ এই রোবটটির নির্মান প্রক্রিয়া শুরু করেন। ব্যাংকিং খ্যাতের প্রভাবশালী প্রতিষ্ঠান ইউএসবি কর্তৃক সাংহাইয়ের আধুনিক অর্থনৈতিক কেন্দ্রে সম্প্রতি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে রোবটটির প্রোটোটাইপ হাজির করা হয়। রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে প্রকৌশলী দলটি অনেক দূর এগিয়েছে বলে জানান রোবট নির্মাণ প্রক্রিয়ার সাথে জড়িত দলের দলনেতা শেন জিয়াপিং।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G