চীনের দৃষ্টিনন্দন লি নদী
নিজস্ব প্রতিবেদক
চীন শহরের দৃষ্টিনন্দন প্রাকৃতিক নির্দশনগুলোর মধ্যে একটি লি নদী। মওর পর্বতমালা থেকে উৎপন্ন ৪৩৭ কিলোমিটার বিশিষ্ট এই নদীটির চারপাশ সবুজ পাহার দ্বারা আবৃত। সাধারণ আবহাওয়াতে লি নদীটি শান্ত থাকে। রৌদ্রজ্জ্বল ও মেঘলা দিনে নদীটি ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ। লি নদীর প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে এখানে প্রতি বছর অসংখ্য ভ্রমণপিপাসু পর্যটকদের সমাগম ঘটে। এখানে আগত পর্যটকদের ভ্রমণের জন্য রয়েছে বাঁশ দিয়ে তৈরী ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিলাসবহুল জাহাজের সুব্যবস্থা। পর্যটকরা তাদের সাধ্য ও পছন্দ অনুযায়ী এগুলোতে ভ্রমণ করে উপভোগ করেন নদীর সৌন্দর্য। বিভিন্ন ক্যালেন্ডারের পাতায় প্রায়শই ফুটে ওঠে লি নদীর সৌন্দর্য।
প্রতিক্ষণ/এডি/এস. টি.