চীনে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণে শুরু
আন্তর্জাতিকে ডেস্ক
চীন অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য পৃথকীকরণের নিয়ম তুলে নিয়েছে। প্রায় তিন বছর আগে আরোপিত এই আইন চীন নতুন বছরে তুলে নিয়েছে।
কোভিড-১৯ মামলায় দেশব্যাপী বৃদ্ধির সঙ্গে লড়াই করেও চীনা অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা আর থাকছে না।
রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) অনুসারে, নতুন নিয়মের অধীনে প্রথম যাত্রীরা রবিবার মধ্যরাতের পরে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজু এবং শেনজেনের বিমানবন্দরে অবতরণ করেন।
সিঙ্গাপুর এবং কানাডার টরন্টো থেকে বোর্ডের ফ্লাইটে ৩৮৭ জন যাত্রী আগমনের সময় কোভিড-১৯ পরীক্ষার বিষয় ছিল না। কেন্দ্রীভূত সরকারি সুবিধাগুলিতে তাদের পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়নি বলে চীনা মিডিয়া জানিয়েছে।
কোয়ারেন্টাইন নিয়ম তুলে নেওয়া চীনের কঠোর “শূন্য-কোভিড” নীতির চূড়ান্ত উন্মোচনকে চিহ্নিত করে।
সূত্র : আল-জাজিরা