চীনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

দাবিচীনের তিয়ানজিনে রাসায়নিক দ্রব্যের গোডাউনে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন।

তিয়ানজিন শহরের একটি হোটেলে কর্মকর্তাদের এক সংবাদ সম্মেলন চলার সময় হোটেলের বাইরে জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন এসব বাড়ির মালিকেরা।

বিস্ফোরণ এলাকার আশপাশের বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকার খুব কাছে অবৈধভাবে রাসায়নিক পদার্থ রাখার ঐ গোডাউনটি বানানো হয়েছিল।

ভয়াবহ ঐ বিস্ফোরণে এখনো পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত ৭০০ জন হাসপাতালে রয়েছেন। ৭০ জনে মতো এখনো নিখোঁজ রয়েছে।

উল্লেক্ষ্য, গত বুধবার রাতে ঐ বিস্ফোরণের ফলে শকওয়েভে ১৭ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G