চীনে দুই সন্তান নীতি কার্যকর

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৬ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

chinaঅবশেষে কঠোর ‘এক সন্তান নীতি’র অবসান ঘটিয়ে চীনে ‘দুই সন্তান নীতি’ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া।

দেশের জনসংখ্যা কমতে শুরু করায় ও শ্রমিক-কর্মচারীদের গড় বয়স বৃদ্ধি পাওয়ার পর সরকার দুই সন্তানের নীতি কার্যকর করেছে৷ গত অক্টোবর মাসে বেইজিং সরকার ঘোষণা করেন যে, এক সন্তানের নীতির অবসান ঘটতে চলেছে৷ গত শুক্রবার বছরের প্রথমদিন থেকে এ নীতি কার্যকর করা হয়।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিষদের কর্মকর্তারা গত নভেম্বর মাসে ঘোষণা করেন, এই পরিবর্তনের ফলে আগামী পাঁচ বছরে প্রতিবছর আরো ৩০ লাখ শিশু জন্ম নিতে পারবে৷ ফলে ২০৫০ সালের মধ্যে দেশের শ্রমবাজারে আরো তিন কোটি শ্রমিক বাড়বে৷

চীনের ১৩৭ কোটি অধিবাসীর মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। এছাড়া বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে – সেই সঙ্গে বেড়েছে গড় বয়স৷ এই পরিস্থিতিতে দুই সন্তানের নীতি চীনের জনসংখ্যাগত সমস্যা সমাধান করতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করেন না৷ চীনে সন্তান প্রতিপালনের যা খরচ, তার পরিপ্রেক্ষিতে দম্পতিরা আর সন্তান চান না – বলে অনেকের ধারণা৷

উল্লেখ্য, জনসংখ্যাবৃদ্ধি হ্রাস ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধির আশায় ১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G