চীনে পাইপলাইন বিস্ফোরণে নিহত ২১
প্রতিক্ষণ ডেস্কঃ
বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইন বিস্ফোরণে চীনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার হুবেই প্রদেশের ওই বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
চীনের শিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা নাগাদ এ ঘটনা ঘটে।
পাইপে একটি ফাটল থাকায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি খালি করে দেওয়া হয়েছে। অন্য কোথাও থেকে গ্যাস লিক করছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।এদিকে শিনহুয়া জানায়, হুবেই প্রদেশের ওই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিস্ফোরিত পাওয়ার প্ল্যান্টটি রাষ্ট্রমালিকানায় পরিচালিত হুয়াকিয়াং কেমিক্যাল গ্রুপের সাথে যুক্ত। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তারা অনুমতি নিয়ে তাপ ও বিদ্যুৎ উৎপাদন করছে। চীনের ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রগুলোতে অহরহ বিস্ফোরণ ঘটে থাকে।
প্রতিক্ষণ/এডি/আরএম