চীনে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

চীনে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধচীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আজ সোমবার থেকে সেখানে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চীনে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী আছেন। দেশটিতে প্রতিবছর ধূমপান-সংশ্লিষ্ট রোগে ১০ লাখের বেশি মানুষ মারা যায়।

চীনে প্রকাশ্যে ধুমপান বিরোধী আইন আগে থেকে থাকলেও তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। এবার নতুন এই আইন মানতে বাধ্য করতে সক্রিয় থাকবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

রেস্টুরেন্ট, অফিস বা গণপরিবহণে ধুমপান করলে তাকে ২০০ ইউয়ান জরিমানা গুনতে হবে।

চীনে প্রতি বছর ধুমপান জনিত কারণে ১ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়। বেইজিংয়ে কার্যকর এই আইনকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G