চীনে বন্যায় ১৫০ জনের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। এছাড়া অনেকেই নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।
দেশটির হেবেই প্রদেশে ১১১ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যার কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
হেবেই প্রদেশে বন্যায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১১ জন। ওই প্রদেশের ৫৩ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বন্যায় শিংতাই শহরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
হেনান প্রদেশ থেকেই এ পর্যন্ত ৭২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে, এদিকে বন্যার কোনো পূর্বাভাস না দেয়ায় প্রদেশটির ক্ষুব্ধ বাসিন্দারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।
প্রতিক্ষণ/এডি/আরএম