চীনে ৩৩ ভবন ধসে নিখোঁজ ৯১
আন্তর্জাতিক ডেস্ক
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন শহরে ভূমিধসের কারণে ৩৩টি ভবন ভেঙে পড়েছে। এতে কমপক্ষে ৯১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
গতকাল রবিবার সন্ধ্যায় শহরের শেনজেন শিল্প এলাকায় এই ভূমিধস হয়।
৩৩টি ভবন ভেঙে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রায় দেড় হাজার কর্মী।
এর আগে গতকাল রবিবার ভূমিধসের পর প্রায় ৯০০ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভূমিধসের পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেনজেনের জরুরী ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, প্রায় তিন লাখ ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধসের কারণে গ্যাসের একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে তা মেরামতের কাজ চলছে।
নিখোঁজ ব্যক্তিদের খোঁজ ও উদ্ধারে রাতভর তৎপরতা চালিয়েছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী রয়েছেন বলে জানা যায়।
প্রতিক্ষণ/এডি/এফটি