চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ১৩ মিনিট) কিনঘাই প্রদেশের মেনুয়ান হুই কাউন্টিতে এই ভূকম্পন অনুভূত হয়।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেনুয়ান হুই কাউন্টি থেকে ৬৩ কিলোমিটার দূরে। ভূমিকেম্পের কয়েক মিনিট পর ঐ একই স্থানে আরো একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ৫৪টি বাড়ি বিধ্বস্ত এবং আরো ২০টি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ভয়ার্ত লোকজন। ভূমিকম্পের পরও তারা ঘরে ফিরতে ভয় পাচ্ছিলেন। বেশ কয়েকজনকে রাতে গাড়ির মধ্যেই রাত কাটাতে দেখা যায়। এ সময় চীনের ঐ অঞ্চলের তাপমাত্র ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিক্ষণ/এডি/এফটি