চুলে বাহারি হেয়ার কালার

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডট কম

hair-1

 কালো চুল মানেই সুন্দর চুল একটা সময় এই ট্রেন্ড ছিল কিন্তু পরবর্তিতে এই ধারণার বদল হয়, মেহেদির আপন রঙে চুল রাঙানোর ট্রেন্ড আসার পরে।

কালের পরিক্রমায় মেহেদির রঙে চুল রাঙানো অনেকটাই বিলীন হয়ে গেছে কেমিক্যাল কালার এর আগমনে। বছর খানেক আগের ট্রেন্ড পুরো চুল জুড়ে রঙের ছোয়া।

তবে বর্তমানে মেয়েরা হাইলাইট বেশি করছে। হাইলাইটের মাধ্যমে নির্দিষ্ট কিছু চুলের স্টিক কালার করা হয়, বাকি চুলটা ন্যাচারাল কালারেই থাকে। হাইলাইট এ বিভিন্ন ফাঙ্কি কালার ট্রাই করছেন তরুণীরা।তরুণরাও কোন অংশে পিছিয়ে নেই। অনেক ছেলেরাই চুলে হেয়ার কালার ট্রাই করছে।

hair-3আবার কেউবা ফ্যাশন এর পাশাপাশি পাকা চুল ঢাকতে চুল কালার করছে। হেয়ার কালার করানোর আগে আপনাকে জানতে হবে আপনার চুলের টেক্সচারের সঙ্গে ঠিক কোন রঙটা মানানসই হবে।

তার চেয়েও বেশি জরুরী বিষয় হচ্ছে, আপনার গায়ের রঙের সঙ্গে কোন হেয়ার কালারটা ব্যবহার করলে আপনাকে গ্ল্যামারাস লাগবে তা জানা।

হেয়ার কালারের সঙ্গে স্কিন টোন অর্থাৎ আপনার ত্বকের রঙের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। ত্বকের রঙকে প্রাধান্য দিয়ে বেছে নিতে হবে হেয়ার কালার।

hair-4

অন্যথায় হেয়ার কালার করার পর তা বেমানান লাগবে। তাই সঠিক হেয়ার কালার নির্বাচনের বিষয়গুলো জেনে নিন।

এসব হেয়ার কালার করতে আপনাকে খসাতে হবে বেশ কিছু টাকা। হাইলাইট করতে প্রতি স্টিকে আপনার গুনতে হবে ৭৫০-১০০০টাকা।

ফ্যাশনেবল হেয়র কালার করতে আপনি যেতে পারেন বিবিয়ানা,আল্ভিরাস,ওমেন্স ওয়াল্ড,পারসোনার মত বিউটি  শপগুলোতে। হাই লাইটস ও লো লাইটস, হেয়ার কালার আপনার স্কিন টোনের থেকে কিছুটা হাল্কা বা গাঢ় হতে হবে।

আর সেটা ঠিক করে দেবে অভিজ্ঞ বিউটিশিয়ানই। তাই বিশেষজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শ ছাড়া হেয়ার কালার না করাই ভালো।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G