চুল, দাড়ি বরফে রূপান্তরের প্রতিযোগিতা
প্রতিক্ষণ ডেস্ক:
প্রতিবছর ফেব্রুয়ারী মাসে কানাডার উত্তর-পশ্চিমের ইউকোনের হুইটিহর্স এলাকায় গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। এই সময়টাতেই এখানে আয়োজন করা হয় ‘হেয়ার ফ্রিজিং কনটেস্ট’।
এতে অংশগ্রহণকারীরা চুল, দাড়ি, ভ্রূ-কে বরফে পরিণত করার উৎসবে মেতে উঠেন।
প্রতিযোগিতার নিয়মানুসারে, ২০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়েও কম তাপমাত্রায় চুল ভিজিয়ে এর উপর দিয়ে শীতল বাতাস বয়ে যেতে দিতে থাকে প্রতিযোগিরা।
নির্দিষ্ট একটি সময় পর ধীরে ধীরে চুল, দাড়ি বা ভ্রূ-জোড়া পর্যন্ত বরফ করে ফেলেন তারা। গরম থাকলে এক্ষেত্রে সময় আরো বেশি প্রয়োজন হয়।
২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতার জন্য হট স্প্রিং ভিজিটরদের নিমন্ত্রণ জানিয়ে আসছে তাকহিনি হট পুলস। যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা বরফ করা চুলের ছবি পোস্ট করতে পারবে, তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ ৭০০ ডলার।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস