চুয়াডাঙ্গায় জিকা শনাক্তকরণে সর্তকতা জারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexচুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ও চেকপোস্টে জিকা ভাইরাস শনাক্তকরণে সর্তকতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ৪ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে শনিবার থেকে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে মেডিক্যাল টিমটি।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রফুল্ল কুমার মজুমদারের নের্তৃত্বে এ মেডিক্যাল টিমে রয়েছেন ডাঃ আব্দুল বাতেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজামাল ও ভ্যাকসিনেটর মহিদুল ইসলাম।

যে সমস্ত পাসপোর্টধারী যাত্রীরা বিশেষ করে উত্তর আমেরিকাসহ জিকা ভাইরাস আক্রান্ত দেশের নাগরিকরা ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিক্যাল টিম। তবে এখন পর্যন্ত জিকা ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশন দিয়ে ভারত বাংলাদেশের একমাত্র যাত্রীবাহি মৈত্রী ট্রেনে ভ্রমণ করেন। এদের মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা থাকেন। শনিবার দুপুরে এ ট্রেন ভারত থেকে বাংলাদেশে আসেন আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানের ৪ জন নাগরিক। তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এ স্টেশনে কর্মরত মেডিক্যাল টিম। তবে তাদের শরীরে কোন ভাইরাস পাওয়া যায়নি বলে জানান মেডিক্যাল টিমের প্রধান ডাঃ আব্দুল বাতেন।

দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে মৈত্রী ট্রেনে ভারত থেকে বাংলাদেশে ভ্রমনে আসা আমেরিকার নাগরিক লেয়ার্ড শ্রীন ডেটন, ইংল্যান্ড’র মিঃ জন ও মিসেস শেলী এবং জার্মানের মিঃ লুকাস জানালেন, তারা জিকা ভাইরাস নিয়ে সতর্ক ও সচেতন আছেন। তবে বাংলাদেশে এ ভাইরাসের কোন লক্ষণ নেই। সুতরাং বাংলাদেশ ভ্রমনে তাদের কোন বাধা নেই। সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এই বাড়তি সর্তকতায় সš‘ষ্টিও প্রকাশ করেন তারা।

এদিকে, দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তেও স্বাস্থ্য পরীক্ষা করছেন সংশ্লিষ্টরা। এখানে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে ভ্রমনে আসা যাত্রীদের জিকা ভাইরাস শনাক্তকরনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G