চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নতুন প্রজম্মকে প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুছ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধন উপলক্ষ্যে দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, নির্বাহী কর্মকর্তা
শেখ হামিম হাসান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং স্টল গুলোতে বসা বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেন।
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে তিন দিনব্যাপি চলা এ উদ্বোবনী মেলায় ৪৫ টি স্টলে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেছেন।
প্রতিক্ষণ /এডি/ এল জেড