শ্রমিককে পিটানোর প্রতিবাদে বাস ধর্মঘট

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

download (2)চুয়াডাঙ্গায় এক বাস শ্রমিককে পিটিয়ে জখম করার প্রতিবাদে জেলার তিনটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ বাস শ্রমিকরা।

সোমবার দুপুর ১২টা থেকে এক যোগে বাস চলাচল বন্ধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমি বাস স্ট্যান্ড মোড়ে কয়েক জন যুবকের সাথে সাইড দেয়া নিয়ে বাস চালক সুমনের কথা কাটাকাটি হয়। এরপর ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে বাস চালক সুমনকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে ঘটনাটি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়াতে থাকে। বেলা ১২টার পর থেকে ক্ষুব্ধ বাস শ্রমিকরা চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা- মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়াবোলিয়া সড়কে যানবাহন বন্ধ করে দেয়। এ সময় বাস শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে বলে জানা যায়।

এদিকে, আকস্মিক বাস ধর্মঘটে চরম দূর্ভোগে পড়েছে বাস যাত্রীরা।

বাস শ্রমিকরা জানায়, কোন কারণ ছাড়ায় চালক সুমনকে পিটিয়ে জখম করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, দুটি রুটে বাস ধর্মঘটের কথা আমি শুনেছি। এ নিয়ে রাতে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G