চুয়াডাঙ্গায় ভারতীয় মালামাল জব্দ

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৬ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

downloadচুয়াডাঙ্গার দর্শনায় মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ী-থ্রিপিচসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে শুল্ক বিভাগ।

শনিবার বিকেলে ভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তল্লাশী চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

দর্শনা কাস্টমস সুপার মোস্তাফা কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভারত থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে পৌঁছলে, কাস্টমস ও শুল্ক কর্মকর্তারা ট্রেনের ভিতরে তল্লাশী চালায়।

এ সময় শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ১কোটি ১৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আটক করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ২৫ পিচ শাড়ী, ৬শ ৮০ পিচ থ্রিপিচ, ৫শ ৫৯ পিচ গায়ের চাদর, ১২৫ পিচ পাঞ্জাবি, ৬৭ পিচ লেহেঙ্গা ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G