চুয়াডাঙ্গায় লাশ নিয়ে মিছিল
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দলীয় কোন্দলে নিহত যুবলীগ কর্মী আজিজুল ইসলামের লাশ নিয়ে শহরে মিছিল করেছে যুবলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে শ শ নেতাকর্মী লাশবাহী মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে, হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে লাশ নিয়ে মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা আব্দুল কাদের, নঈম হাসান জোয়ার্দ্দারসহ আরো অনেকে। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
এদিকে, সোমবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ ও পাশের এলাকাগুলোতে অভিযান চালায় পুলিশ। রাতে আটক করা হয় ৫ জনকে। এরা হলো, সদর উপজেলার সুবদিয়া গ্রামের সফিয়ার রহমান (৪০), ডালিম হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২৭), নেহালপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও জালশুকা গ্রামের মজিবর রহমান (৬০)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে প্রতিপক্ষের হামলায় মারা যান স্থানীয় যুবলীগ কর্মী আজিজুল ইসলাম।
প্রতিক্ষণ/এডি/এআরকে