চুয়াডাঙ্গা সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

cc cameraচুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে জঙ্গি শনাক্তকরণ ও অপরাধমূলক কর্মকান্ডরোধে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।

গতকাল শনিবার জয়নগরে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুটি ও বিজিবি চেকপোস্টে ১টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাকারবারী,পাচারচক্র ও দালালদের দৌরাত্ম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ঐ স্থানে কখন কী ঘটছে সিসি ক্যামারার মাধ্যমে সার্বক্ষণিক চুয়াডাঙ্গা-৬ বিজিবি অবলোকন করবে।

বিজিবির সময়োপযোগি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরা।একই সাথে একদিকে অপরাধমূলক কর্মকান্ড, অন্যদিকে কতিপয় অসাদু ব্যক্তির দুর্নীতি রোধ হতে পারে বলেও মনে করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ উদ্যোগের ফলে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া দালালচক্রের হয়রানির হাত থেকে রেহাই পেতে পারে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীসাধারন।

জানা গেছে, ক্যামেরা স্থাপনের পর থেকে সীমান্তে চোরাকারবারী ও দালালচক্রের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, অত্যাধুনিক এ সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে ঘটে যাওয়া সব ঘটনা দেখা যাবে। ইন্টারনেটের মাধ্যমে এ ক্যামেরা ফুটেজ আমরা সকল স্থান থেকেই নজরদারি করতে পারবো।

তবে মানবসভ্যতা যেখানে ব্যর্থ, সেখানে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ কতটুকু কার্যকর হবে তা নিয়ে অনেকেই সন্ধিহান।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G